Brahmin and three Crooks | ব্রাহ্মণ ও তিন ঠগের গল্প
একসময় মিত্রশর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন জজমানী করে তার দিন চলত একদিন এক জজমান তাকে একটি ছাগল দান করল ছাগলটি পেয়ে ব্রাহ্মণ তো দারুণ খুশি তিনি ছাগলটিকে কাঁধে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলেন খুললক চন্নক ও তিলক নামের তিন ঠক তা দেখে ব্রাহ্মণের কাছ থেকে ছাগলটি ঠকিয়ে নেবার ফন্দি আঁকলো প্রথমে খুললক ব্রাহ্মণের দিকে এগিয়ে এসে বলল ও ঠাকুরমশাই কলিকালে হলো কি ভারী আশ্চর্যের ব্যাপার তো আপনি একটি কালো কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছেন লোকে এই অদ্ভুত ব্যাপার দেখে তো একেবারে হেসেই খুন হবে এই বলে খুললক বিদ্রুপের হাসি হাসতেলাগলো খুললকের কথা শুনে আর ওকে ওভাবে হাসতে দেখে ব্রাহ্মণ তো ক্ষেপে একেবারে আগুন ব্রাহ্মণ বলল তোমাকে তো দেখছি একজন তরতাজা যুবক কিন্তু তুমি কি অন্ধ চোখের মাথা খেয়ে কি বসে আছো একটা ছাগল আর একটা কুকুরের ফারাক বুঝতে পারো না খুললোক কিন্তু একইভাবে হাসতে হাসতে বলল ঠাকুর মশাই আপনি এত রেগে যাচ্ছেন কেন আমার কথা বিশ্বাস করুন আর না করুন সে আপনার মর্জি তাতে আমার বলার কিচ্ছুটি নেই আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান
এরপর ব্রাহ্মণ আরো কিছুটা এগিয়ে যেতে চন্নক তার সামনে এগিয়ে এসে বলল ও ঠাকুর মশাই নাম হয় তারপর তার কাঁধের দিকে চোখ পড়তেই সে চমকে উঠে বলল ঠাকুরমশাই করেছেন কি আপনি শেষ পর্যন্ত একটা মরা বাছুরকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন লোকে দেখে কি বলবে বলুন তো তার কথা শুনে ব্রাহ্মণ বলল কে হে তুমি বুদ্ধু আদমি বুদ্ধিশুদ্ধি কি গুলে খেয়েছো একটা ছাগল একটা বাছুর এই দুটোর মধ্যে ফারাক বুঝতে পারছো না মরা কি জ্যান্ত সেটাও বুঝতে পারছো না একেবারে আহাম্মকের এক শেষ যাও দেখি বাবু এখান থেকে দূর হও গিয়ে চন্দনক কিন্তু শান্তভাবে বলল ও ঠাকুর মশাই আমি যা নিজের চোখে দেখেছি তাই তো বললাম আপনি যদি মরা বাছুরটাকে জ্যান্ত ভেবে খুশি হন আমার আর কি বলার থাকতে পারে
এবার কিন্তু ব্রাহ্মণের বেশ সন্দেহ হলো তিনি দ্বিধান্বিত মনে এগিয়ে যেতে থাকলেন চলতে চলতে একবার আর চোখে দেখে নিলেন প্রাণীটার মুখটা কি ছাগল নাকি বাছুরের মত এইবার তিলক তার কাজ শুরু করল সে এগিয়ে এসে বলল ছি কি লজ্জার কথা ঠাকুরমশাই আপনি শেষে একটা গাঁধাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন লোকে বলবে কি ব্রাহ্মণের কাঁধে গাঁধা মিত্র শর্মার তখন মনে হলো নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কোন গোলমাল আছে সত্যি এটা কি ছাগল না বাছুর না গাঁধা তার জজমান কি ভুল করে তাকে অন্য কিছু একটা গুছিয়ে দিয়েছে এভাবে নানা এলোমেলো চিন্তা করতে করতে ছাগলটা রাস্তার উপর নামিয়ে দিয়ে হন হন করে বাড়ির দিকে তিনি হাঁটা শুরু করলেন তখন আর কি তিন ঠগের পোয়া 12 তারা তিনজন ছাগলটাকে নিয়ে সেখান থেকে সটকে পড়লো তাড়াতাড়ি
নীতি কথা - নিজের ওপর আস্থা রাখা উচিত অন্যের কথা অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়
Once upon a time there lived a Brahmin named Mitrasharma who used to go about his day. One day a Jajman gave him a goat. The Brahmin was very happy to get the goat. He took the goat on his shoulder and started walking towards home. Khullak first came towards the Brahmin and said, " What a strange thing happened to you, uncle Kalikale.
You are carrying a black dog on your shoulder. People will laugh at this strange thing and kill themselves." Seeing him laughing like that, the Brahmin was furious. The Brahmin said, "I see you are a fresh young man, but are you sitting there eating a blind eyed head? You don't know the difference between a goat and a dog.
" Believe it or not it's your choice I have nothing to say You go where you are going [MUSIC] Then the Brahmin went a little further Channak came in front of him and said his name is Thakur mashai then glancing at his shoulder he startled and said Thakur mashai Did you end up carrying a dead calf on your shoulders? What will the people say? After listening to him, the Brahmin said, "O Buddha, what have you eaten, a goat, a calf, do you understand the difference between these two, dead or alive?"
No, it's the end of the stupidity. Go see, baby, go away from here. Chandanak said quietly, O Tagore, I have seen what I have seen with my own eyes, so I said, "If you are happy to think that the dead calf is alive, what else can I say?" He continued to move forward in his mind and once again saw with his eyes whether the face of the animal was like a goat or a calf.
This time Tilak started his work. He came forward and said, "What a shame, grandpa. You are finally carrying a gandha on your shoulder. People will say that Brahmin's gandha is Mitra Sharma's shoulder." Then it seemed to me that there must be some confusion in the matter, whether it is a goat or a calf or a gandha, has his master mistakenly arranged something else for him, while thinking about various random things, he dropped the goat on the road and started walking towards the house.
What Three Thugs Poa 12 The three of them took the goat and ran away quickly.
0 comments:
Post a Comment